আমার ছড়াঃ কে এম আবুতাহের চৌধুরী


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৪, ২:৪২ অপরাহ্ন /
আমার ছড়াঃ কে এম আবুতাহের চৌধুরী

কে এম আবুতাহের চৌধুরী’র লিখা :আমার ছড়া

আমার ছড়া
বড়ই কড়া
মীর জাফরদের বিরুদ্ধে ।
দেবো জবাব
গড়বো সমাজ
আবার যাব যুদ্ধে ।

করবো আঘাত
জোরে চপেটাঘাত
জালেমশাহীর তরে।
ছড়ার ম্যাসেজ
খুলবে প্যাসেজ
জাগাবে বিশ্ববাসীরে ।

কলম অস্ত্র
লেখা সশস্ত্র
তরবারীর মত ধার ।
দুর্নীতির তন্ত্র
সব ষড়যন্ত্র
ভেঙে করবো চুরমার ।

ভয় করিনা
পাত্তা দেইনা
মুনাফেক যত শয়তান ।
কবিতার মন্ত্রে
ছড়ার অস্ত্রে
করবো তাদের খান খান ।