সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রচন্ড গরমে অতিষ্ঠ সুনামগঞ্জের বিভিন্ন সড়কে চলাচলকারী রিক্সা চালক ও হতদরিদ্রদের মধ্যে খাবার পানি ও ওরস্যালাইন বিতরণ সোমবার কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের আয়োজনে দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এসব হতদরিদ্র কর্মজীবি মানুষদের মধ্যে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন,সিনিয়র রোভার মেট মো: লুৎফুর রহমান লাবিব, সিনিয়র সদস্য অমিত দাস গুপ্ত,মাহফুর তালুকদার, সজিব আহমেদ,শারমিন জাহান লিজা, ফাইজা আক্তার, সাবিনা আক্তার, সাবরিনা আক্তার ,তাহমিনা আক্তার প্রমুখ। এ সময় কর্নিকার মুক্ত স্কাউটস গ্রæপের সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন জানান,কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সদস্যরা বিগত বন্যা, করোনায় এসব সাধারন মানুষের পাশে ছিলেন। গত বছর করোনার সময় কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সদস্যরা কৃষকদের ধান কেটে দিয়ে সহায়তা করেছিলেন।## সুনামগঞ্জ প্রতিনিধি ২৯.০৪.২০২৪
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com