কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ-
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর আত্রাইয়ে তিনদিন ব্যাপী(২৯-এপ্রিল হতে ১লা মে) কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা নিবহী অফিসার সন্জিতা বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,আত্রাই ইউনাইটেড প্রেস ক্লাব,আত্রাই,নওগাঁ সভাপতি কামাল উদ্দিন টগর, আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমন্ডার আব্দুল মালেক মোল্ল্যা,বীর মুক্তি যোদ্ধা মোঃ আফিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম প্রমূখ।
মেলার বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি নিয়ে২৪টি স্টল বসেছে।উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার স্টলগুলো পরিদশন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন উপজেলা নিবাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাড. ওমর ফারুক সুমন বলেন,কৃষকদের হাত দিয়েই কৃষিতে বিপ্লব এসেছে। কৃষিতে সারের জন্য সরকার ৩২ কোটি টাকা ভূতকি দিয়েছে। এ ছাড়া বীজ তলা তৈরি করতে প্রণোদনাসহ কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে। কৃষকদের সোনার হাত দিয়ে এভাবেই সরকার কৃষিকে বিপ্লব ঘটিয়েছে। কৃষিতে আরো বিপ্লব ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। আলোচনা সভা শেষে আত্রাই উপজেলার আট ইউনিয়নের তিন হাজার ষাইট জনের মধ্যে পাট,এক কেজি,উফশী আউস পাঁচ কেজি, গ্রীষ্মকালিন পেঁযাজ এক কেজি বীজ ওডিএপি এমওপি বিতরণ করা হয়। এছাড়া স্কুল শিক্ষাথীদের মাঝে গাছের চাড়া বিতরন করা হয়।#
প্রতিবেদনঃ কামাল উদ্দিন টগর।
ক্যামেরায়ঃ- আসিফ হাসান।
আপনার মতামত লিখুন :