নিউজ ডেস্ক: হজযাত্রীদের নিয়ে আগামী ৯ মে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। এরপর একে একে শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো সৌদিতে যাবে। ঢাকা হজ অফিসের পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান বলেছেন, ৯ মে ২০২৪ থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানানো হলেও এখনো শিডিউল ঘোষণা করা হয়নি। তবে শীঘ্রই শিডিউল ঘোষণা করে যাত্রীদের জানানো হবে।
গত বছর তিনটি এয়ারলাইন্স ১৯ হাজার ৬৯৫ জন হজযাত্রী পরিবহন করে। এ লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) ও সৌদির বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস মোট ৩৩৫টি হজ ফ্লাইট ঘোষণা করেছিল। চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর অর্ধেক বহন করে। আর বাকি অর্ধেক বহন করে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার। এ বছরও একইভাবে হজযাত্রী পরিবহন করবে এয়ারলাইন্সগুলো।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com