স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির জোড়া গোল ও এক এসিস্টে বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামি। ম্যাচে বেঞ্জামিন ক্রেমাসচি ও লুইস সুয়ারেজ করেছেন একটি করে গোল। ফলে নিউ ইংল্যান্ড রেভুলোশন এর বিপক্ষে ৪-১ গোলের বিশাল ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। ২৮ এপ্রিল ২০২৪, রোববার, বাংলাদেশ সময় ভোর ৫:৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচের ৪০ সেকেন্ডে গোল খেয়ে বসে ইন্টার মায়ামি! তারপরই শুরু হয় ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসির ম্যাজিক! আর্জেন্টাইন এ কিংবদন্তি পরপর ২ গোল করে লিড এনে দেন মায়ামিকে।
১০ ম্যাচে ১১ গোল ও ৬ এসিস্টে এমএলএস এ সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি।
আপনার মতামত লিখুন :