শিল্পী পাগল হাসানের মৃত্যুতে আজকের আলো'র সম্পাদক তাওহীদুল হক মুন্সি'র শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার:
সড়ক দুর্ঘটনায় প্রতিভাবান সঙ্গীত শিল্পী পাগল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের জনপ্রিয়
অনলাইন নিউজ পোর্টাল আজকের আলো পত্রিকার সম্পাদক মো: তাওহীদুল হক মুন্সি,
শোক বার্তায় তিনি বলেন, সঙ্গীত শিল্পী পাগল হাসানের
মৃত্যু বাংলাদেশর সঙ্গীতাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
এছাড়াও দেশে এবং বিদেশে তার অজস্র ভক্তকুল ব্যাথিত হয়েছেন। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তার অতুলনীয় অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ।
এসময় আজকের আলোর সম্পাদক তাওহীদুল হক মুন্সি মরহুম সঙ্গীত শিল্পী পাগল হাসানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com