প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৪, ৩:১২ পি.এম
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পথে আইসিসি
ডেস্ক নিউজঃ
গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর দফতরের বরাতে প্রতিবেদনে বলা হয়, খুব দ্রুতই গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে আইসিসির। বিষয়টি বিশেষ একটি সূত্রের মাধ্যমে নিশ্চিতভাবে জানতে পেরেছে ইসরায়েলি সরকার। এছাড়া গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত শোনার পরপর জরুরি বৈঠকও করেছেন নেতানিয়াহু। প্রতিবেদনে আরও বলা হয়, আইসিসির এই পদক্ষেপ ঠেকাতে মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু। তার যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডারমার, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ ও সরকারপন্থী বেশ কয়েকজন আইনজীবী ও আইন বিশেষজ্ঞ ওই বৈঠকে অংশ নিয়েছিলেন।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com