আমির হোসেন সুনামগঞ্জ প্রতিনিধি:
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো.আবুল কাসেম'র পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর বাজারে হাজারো মানুষের উপস্থিতিতে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক'র সভাপতিত্বে, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় পরামর্শ সভায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মহিউদ্দিন, এনাম উদ্দিন তালুকদার, রফিকুল ইসলাম, আব্দুল হাসান রাজ, আকির উদ্দিন, মাওলানা আজিজুল ইসলাম, মো. নুরুজ্জামান, সাবেক ইউপি সদস্য সম্রাট মিয়া। এছাড়াও পরামর্শ সভায় উপজেলার সাতটি ইউনিয়নের রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরামর্শ সভায় উপস্থিত ভোটার এবং নেতৃবৃন্দের সামনে সাবেক উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান মো.আবুল কাসেম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত লোকজন তাকে করতালির মাধ্যমে স্বাগত জানায়।
তিনি পরামর্শ সভায় উপস্থিত সকলের সামনে বলেন,
'আমি যদি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে প্রথমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের অনুন্নত রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ করবো। উপজেলাবাসীর জন্য ১০টি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার চেষ্টা করবো। মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে প্রত্যেক ইউনিয়নে একটি করে গার্লস স্কুল নির্মাণ করবো এবং মসজিদ - মাদ্রাসার ইমাম মোয়াজ্জিমের বেতন - ভাতা চালু করার চেষ্টা করবো। যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার বন্ধে সোচ্চার এবং শতবাক স্যানিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্হা করবো।
Editor and Publisher: Foysol Ahmed Malik,
Office: Osmaninagar, Sylhet bangladesh. Email: sylhetbdview@gmail.com,
Mobile: WhatsApp: 01711338911
www.sylhetbdview.com